কলকাতা: ঠিক যেন ‘স্নান করে সরষের তেল মেখেছেন’। এই ভাষাতে সাজ নিয়ে ট্রোল (Subhashree Ganguly Trolled) হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কখনও ওজন বৃদ্ধি তো কখনও দেহের গঠন তো কখনও অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার জন্যও ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ওয়েট লুকসের জন্য নেটপাড়ার কটাক্ষের মুখে পড়তে হল অভিনেত্রীকে।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের চেহারা, পোশাক নিয়ে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয়। এবার সাজ নিয়ে ট্রোলিংয়ের মুখে পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এসভিএফ-হইচইয়ের এক ইভেন্টে গিয়ে নায়িকার লুকস দেখে তাঁকে নিয়ে কটাক্ষ শুরু হয় সোশ্যাল মিডিয়া পেজে। গল্পের পার্বণ ১৪৩২’ ইভেন্টের ‘ওয়েট লুক’-এ নিজেকে সাজিয়ে তুলেছিলেন শুভশ্রী। তবে সেই লুকের কারণেই কটাক্ষের মুখে পড়েন তাঁকে। অফ শোল্ডার সাদা গাউনে সেজে উঠেছিলেন অভিনেত্রী। খোলা শরীর তেলতেলে। এরকম ওয়েট লুকসে ছবি দিতেই ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীতে। সেই সাজের প্রসঙ্গে নায়িকা বলেন, ‘ওঁদের থিম সাদা, লাল ও কালো। তাই সাদা পোশাক, লাল লিপস্টিক পরেছি।’ আর তাঁর বিশেষ হেয়ার স্টাইলের দিকে নির্দেশ করে বলেন, ‘কালো’। কিন্তু তাঁর এই লুকের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোড় ট্রোল। একজন লিখেছেন, ‘স্নান করার পর গামছা ব্যবহারের সময় ছিল না।
আরও পড়ুন: পাপারাৎজিকে কী বিশেষ উপহার রবিনার?
এসভিএফ ও হইচই ব্যানারের সিনেমা ও সিরিজ আসতে চলেছে শুভশ্রীর । ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ সাংবাদিকের চরিত্রে দেখা যেতে চলে শুভশ্রীকে ইতিমধ্যেই এই সিরিজের ঘোষণা আনুষ্ঠানিকভাবে হয়ে গিয়েছে। চোর পুলিশ ডাকাত বাবু সিনেমাতেও দেখা যাবে শুভশ্রীকে।
View this post on Instagram
অন্য খবর দেখুন